বিনোদন ডেস্ক::চলতি সময়ের ছোট পর্দার প্রিয় মুখ সানজানা সরকার রিয়া। বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে মিডিয়াতে তার অভিষেক হয়। এরপর কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ও মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ অভিনয় করে আলোচনায় আসেন। খুব কম সময়ে দর্শকের কাছে পরিচিতি পান এই অভিনেত্রী। চাইলে অনেক নাটক করতে পারতেন। কিন্তু গড়পড়তা কাজ করেননি। চলতি বছরে কিছু খণ্ড ও ওয়েব মাধ্যমে কাজ করেছেন। যে কাজগুলো করেছেন তার প্রত্যেকটিই দর্শক প্রশংসিত হয়েছে। যেমন, ‘ফিমেল’ নাটক ও ‘ঠাণ্ডা’ ওয়েব ফিল্মে অন্য অভিনয় শিল্পীদের তুলনায় কম দৃশ্য থাকলেও রিয়ার অভিনয়, লুক দর্শকদের নজর কাড়ে। সম্প্রতি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ রিয়া ‘টিএম রেকর্ডস-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড-২০২০’ এ সেরা উদীয়মান অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এমন স্বীকৃতিতে বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, কম কাজ করে এত উৎসাহ পাবো এটা কোনোদিন ভাবিনি। খুবই ভালো লেগেছে এমন একটি অ্যাওয়ার্ড পাওয়ার পর। দায়িত্ব আরও বেড়ে গেল সত্যি কথা বলতে। এখন আরও ভালো কাজ দিতে হবে। ২০২১ সাল শেষ। নতুন বছরের পরিকল্পনা কী জানতে চাইলে রিয়ার উত্তর- কাজের ব্যাপারে আমি অনেক খুত্খুতে। সবাই কম বেশি এটা জানেন। এজন্য কাজ অনেক কম করা হয়। আর সত্যি কথা বলতে তেমন কোনো পরিকল্পনা করে কাজ করা হয় না। আমার যদি সামনে কোনো গল্প ভালো লাগে সেই কাজেই যুক্ত হবো।
Thank you for reading this post, don't forget to subscribe!
