আন্তর্জাতিক ডেস্ক;:মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইনের উপর দিয়ে গাড়ি যাওয়ার পর বিস্ফোরণে শুক্রবার ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (১ জানুয়ারি) জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এই তথ্য জানিয়েছে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে- শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাংগি থেকে ৫০০ কিলোমিটার বেশি দূরের বহোং এলাকায় উক্ত বিস্ফোরণের ঘটনায় দু’জন গুরুতর আহত হয়।
স্থানীয় শান্তিরক্ষা মিশন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সশস্ত্র গোষ্ঠীগুলো দ্বারা অজ্ঞাত ডিভাইস বিস্ফোরক ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, গুরুতর আহত দু’জনকে হেলিকপ্টারে করে উন্নতমানের হাসপাতালে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। গেলো বৃহস্পতিবারই দেশটির পশ্চিম অঞ্চলে মাইন বিস্ফোরণে তানজানিয়ার ৩ জন শান্তিরক্ষী আহত হয়েছেন।

