বিনোদন ডেস্ক:;ক’দিন ধরেই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে শোবিজপাড়ায়। সেই গুঞ্জনটা গতি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ইমরান ও প্রভার বিভিন্ন মন্তব্যকে ঘিরে। এর বাইরে ক’দিন আগেই ইমরানের সংগীতায়োজনে একটি গানও প্রকাশ পেয়েছে প্রভার। পাশাপাশি বিভিন্ন সময়ে দুজনের আড্ডা, ঘুরতে যাওয়ার ছবিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের অনেকেই মনে করছেন তাদের সম্পর্ক রয়েছে। সপ্তাহখানেক আগে প্রভার পোস্ট করা একটি ছবির ক্যাপশনে লেখা ছিল, অ্যাজ লং অ্যাজ ইউ কিপ ফেইথ ইন আল্লাহ, নো এভিল ক্যান চাট ইউর হার্ট অ্যান্ড নো সরো ক্যান রিউন ইয়োর ডে। মে ইয়োর লাইফ বি ফিল্ড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। ইমরানকে ধন্যবাদ জানানো হয়েছে সেই ছবিটি তুলে দেয়ার জন্য।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রভার পোস্টের পর ইমরান একই ছবিতে লিখেছেন, মাই বিউটিফুল অ্যাঞ্জেল। প্রভা ফের লিখেছেন, থ্যাংক ইউ বাচ্চা। ইমরানের পোস্ট করা অন্য একটি ছবিতে ক্যাপশন ছিল, আই সি মাই সেলফ ইন ইয়োর আইস। প্রভা লিখেছেন, সত্যি? উত্তরে ইমরান লিখেন, সত্যিই…। ইন্সটাগ্রামে প্রভার আরেকটি ছবিতে ইমরান লিখেছেন, আই অ্যাম লাকি টু হ্যাভ সাচ আ গুড সোল লাইক ইউ ইন মাই লাইফ। উত্তরে ভালোবাসার ইমো দিয়ে প্রভা লিখেছেন শোকর আলহামদুলিল্লাহ। বছরের প্রথমদিন ইনস্টাগ্রামে পরিবারের সদস্যসহ আরেক ছবিতে ইমরানের সঙ্গে একটি সেলফিও দেন প্রভা। সেখানে প্রভা লেখেন, এই মানুষগুলো আমাকে সীমাহীন ভালোবাসে এবং মানসিক প্রশান্তি দেয়। তোমাদের সঙ্গে অসাধারণ একটি বছর পার করেছি। প্রভার ওই পোস্টে ইমরান মন্তব্য করেন, আমি খুব ভাগ্যবান, জীবনে তোমার মতো একটি ভালো মনের মানুষ পেয়ে। এদিকে, বিষয়টি নিয়ে জানতে ইমরানকে মুঠোফোনে পাওয়া যায়। তিনি তখন ভোলা থেকে শো করে ঢাকায় ফিরছিলেন। বিষয়টি নিয়ে জিজ্ঞেস করতেই ইমরান বলেন, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমাদের সঙ্গে কথা না বলেই অনেকে সংবাদ প্রকাশ করছেন। আমরা ‘জাস্ট ফ্রেন্ড’। খুব ভালো বন্ধু আমার প্রভা। আমার অনেক বন্ধু কিংবা বান্ধবিই রয়েছে, যাদের আমি এমন মন্তব্য করি। এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। এ ধরনের সংবাদ প্রকাশের আগে অবশ্যই ভালো করে জেনে করা উচিত। প্রভার সঙ্গে সম্পর্কের প্রশ্নই ওঠে না। তবে এটাও সত্যি আমি এধরনের মনগড়া গুঞ্জন কিংবা সংবাদকেও পাত্তা দিচ্ছি না। আমি এই সময় শো নিয়ে ব্যাপক ব্যস্ত। প্রতিদিনই কোনো না কোনো জায়গায় শো করতে হচ্ছে। এসব ভুল তথ্য কিংবা সংবাদের কারণে আমার কিংবা প্রভার কাজে ব্যাঘাত ঘটুক সেটা চাই না। এদিকে এ বিষয়ে কথা বলতে প্রভার মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। প্রসঙ্গত, প্রভা প্রথম বিয়ে করেছিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরপরই প্রভার প্রাক্তন প্রেমিক-বাগদত্তার সঙ্গে প্রভার একটি ভিডিও প্রকাশিত হলে এক বছরের মাথায় অপূর্বর সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। এরপর ২০১১ সালে মাহমুদ শান্ত নামে এক ব্যক্তিকে বিয়ে করেন প্রভা। সেই সংসার টিকেছিল ২০১৪ সাল পর্যন্ত। কিন্তু মনের মিল না হওয়ায় তারা আলাদা হয়ে যান। অন্যদিকে ইমরান মাহমুদুল চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে পেশাগতভাবে গানে যাত্রা শুরু করেন। এরপর থেকে টানা অনেক জনপ্রিয় গান উপহার দিয়ে যাচ্ছেন এ সংগীত তারকা।

