Last updated on জানুয়ারি ১৬, ২০২২ at ০৫:২০ পূর্বাহ্ণ
Thank you for reading this post, don't forget to subscribe!সোহেল আহমদ :: নগরীর সোবহানিঘাটে এক পিকআপ চালককে মারধর করে আটকের অভিযোগ এনে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ পিকআপ চালক শ্রমিকরা।
শনিবার (০২ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৪ টার দিকে এ ঘটনা ঘটে। একটি সূত্রে জানা যায় গাড়ির চালককে তার গাড়ি থেকে নামিয়ে এসআই আশরাফ হোসেন ও এসআই মনির হোসেন কোন কারণ ছাড়াই রাস্তায় বেধড়ক মারধর করে। এসময় স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে তাদেরকেও দেখে নেয়ার হুমকি দেয় এসআই আশরাফ ও মনির। পরে চালক ও তার গাড়ি আটক করে সোবহানীঘাট পুলিশ ফাড়িতে নিয়ে যায়।
এ ঘটনায় শ্রমিকদের মধ্যে জানাজানি হলে একে একে জড়ো হতে থাকে। পরে তারা সোবহানীঘাট রাস্তা অবরোধ করে আন্দোলন করে। দীর্ঘ ১ ঘন্টা পর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত অবরোদ্ধ থাকার পর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ও কোতোয়ালী থানার এসি নির্মলেন্দু ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সিগনাল অমান্য করে ট্রাফিক কনস্টেবলকে পিকআপ দিয়ে ধাক্কা দেয়ায় তাকে আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে নেয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন।
অপরদিকে শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ, কারণ ছাড়াই বিনা অপরাধে পিকআপ চালক নাসিরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন এসআই আশরাফ ও মনির। তখন ওই চালক প্রতিবাদ করলে হাতাহাতি তৈরি হয়। এসময় সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি থেকে একদল পুলিশ এসে তাকে আটক করে ফাঁড়িতে নিয়ে যান। ফাঁড়ির ভিতরে নিয়েও তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোবহানিঘাট পয়েন্টে দিয়ে একটি পিকআপ যাওয়ার সময় হঠাৎ করে দুইজন পুলিশ গাড়ির সামনে চলে আসেন। এসময় তার গায়ে সামান্য ধাক্কা লাগে। তখন ঐ ২জন চালককে নামিয়ে মারধর করা শুরু করলে দুজনের সাথে চালকের মধ্যে হাতাহাতি হয়। পরে ফাঁড়ির পুলিশ এসে পিকআপ চালককে ধরে নিয়ে যান। এ ঘটনার পর পর শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, পিকআপ চালক সিগনাল অমান্য করে ট্রাফিক কনস্টেবলের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিচ্ছিলো। এসময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায় পিকআপ চালককে ফাঁড়িতে নিয়ে আসা হলে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন।

