প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ে এবার নাম চূড়ান্ত করার পালা অনুসন্ধান কমিটির সামনে। এ জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির কাছ থেকে পাওয়া তিন শতাধিক নাম নিয়ে আজ বুধবার বৈঠকে বসছে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে চার জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

নাম প্রস্তাব না করা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে গত ১১ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত নাম প্রস্তাবের সময় দিয়েছিল অনুসন্ধান কমিটি।

এ সময়ের মধ্যে ২৪টি রাজনৈতিক দল, ছয়টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিগতভাবে অনেকে নাম জমা দেন। বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) ১৫টি দল নাম জমা দেয়নি। পরে গত সোমবার বিকেল ৫টা পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নামের প্রস্তাব নেওয়ার সময় বাড়ায় অনুসন্ধান কমিটি। গত সোমবার প্রস্তাব আসা ৩২২ জনের নাম প্রকাশ করা হয়।

প্রস্তাবিত নাম যাচাই-বাছাই করে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদসচিব সাংবাদিকদের বলেন, ‘নামগুলো এডিট করা হয়েছে। কাল (আজ বুধবার) নামগুলো তাদের (অনুসন্ধান কমিটির) সামনে উপস্থাপন করা হবে। তারা কার্যপদ্ধতি ঠিক করে বাছাইয়ের দিকে যাবে। ’

রাষ্ট্রপতির কাছে সুপারিশের জন্য কবে নাগাদ চূড়ান্ত করা হবে জানতে চাইলে সচিব বলেন, ‘সার্চ কমিটি যত তাড়াতাড়ি সম্ভব ১০টি নাম চূড়ান্ত করে ফেলবে। ’

প্রকাশিত নাম থেকে ১০টি নাম চূড়ান্ত করা হবে কি না—এমন প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, ‘সার্চ কমিটি যেভাবে সার্চ করার কথা, সেভাবেই করবে। আর তারা যদি মনে করে আরো সার্চ প্রয়োজন, সেটি তারা দেখবে। কাল (আজ বুধবার) অনুসন্ধান কমিটি এ নিয়ে বৈঠকে বসবে। ’

রাষ্ট্রপতির কাছে পেশের আগেও নাম প্রস্তাবের সুযোগ

নিবন্ধিত যেসব রাজনৈতিক দল এখনো নাম প্রস্তাব করেনি, রাষ্ট্রপতির কাছে সুপারিশ জমা দেওয়ার আগেও তারা নাম প্রস্তাব করতে পারবে বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া দুই জ্যেষ্ঠ সাংবাদিক।

গতকাল অনুসন্ধান কমিটির সঙ্গে বৈঠক শেষে জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম জানান, কমিটির সদস্যরা তাদের কাছে এমন অভিমত জানিয়েছেন। বৈঠকে অংশ নেওয়া বাকি দুই সাংবাদিক হলেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ ও ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ।

তবে বৈঠকের পর নাম প্রস্তাবে সময় বাড়ানোর বিষয়ে কিছু বলেননি মন্ত্রিপরিষদসচিব আনোয়ারুল ইসলাম।

প্রস্তাবক ও প্রস্তাবিত নাম প্রকাশে আপত্তি

বৈঠকে নিজেদের (চার জ্যেষ্ঠ সাংবাদিক) মতামত তুলে ধরে মনজুরুল আহসান বুলবুল সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি, যোগ্যতার নিরিখে বিবেচিত হলে কমিশনে একজন নারী ও একজন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি থাকা উচিত। যোগ্যতার ভিত্তিতে সব পেশার প্রতিনিধি নিয়ে একটি ভারসাম্যমূলক কমিশন করা উচিত। ’

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, গ্রহণযোগ্যতা একটি বড় বিষয়। নির্বাচন একটি সর্বজনীন বিষয়। সুতরাং সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নাম যেন তারা রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন।

গত ৫ ফেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন’-এর আলোকে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। আইন অনুযায়ী, ইসি গঠনে নামের সুপারিশ চূড়ান্তের জন্য অনুসন্ধান কমিটির জন্য সময় ১৫ কার্যদিবস।

অনুসন্ধান কমিটির সদস্যরা হলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *