Last updated on জুলাই ২৯, ২০২২ at ০৯:৩৯ অপরাহ্ণ
Thank you for reading this post, don't forget to subscribe!
সোহেল আহমদ :: ঢাকার কেরানীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীরা আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী ঢাকার জিঞ্জিরা বাস রোড এলাকায় বিএনপির কেরানীগঞ্জ থানা সভাপতি নিপুণ রায়ের নেতৃত্বে সংবাদ সম্মেলন শেষে শতাধিক নেতাকর্মী বাস রোডে অবস্থান নেয়। এসময় নেতাকর্মীরা নিপুণ রায় এর ওপর ছাত্রলীগ নেতাকর্মীর হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে। পরে পুলিশ হ্যান্ডমাইকে তাদের সেখান থেকে উঠতে বলে।
বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে না সরে বিক্ষুব্ধ হলে শ্লোগান দিতে থাকলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে নেতাকর্মীরা দৌড়ে অলি-গলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে উপর পাশদিয়ে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে।
এ ঘটনায় কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় সংবাদমাধ্যমকে জানান, কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নরুর অসুস্থ মাকে দেখতে তার বাড়িতে গেলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় জিঞ্জিরাস্থ বিএনপি পার্টি অফিসে সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের পেছন থেকে লাঠিপেটা করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। পুলিশের এমন অতর্কিত হামলা তীব্র নিন্দা জানাই। পাশাপাশি এদেশের আওয়ামী সরকার পুলিশ বাহিনী দিয়ে বিএনপির শান্তিপূর্ণ মিছিলকে রুখতে চায় তা কখনও নেতাকর্মিতের দামিয়ে রাখতে পারবে না।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, কোনোপ্রকার পূর্বঘোষণা ছাড়াই বিএনপির নেতাকর্মীরা জিঞ্জিরা বাস রোডে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে ওঠাতে চাইলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে পুলিশ তাদের সরিয়ে রাস্তা উন্মুক্ত করে দেয়।
এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপি সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেন, ঢাকায় শান্তিপূর্ণ মিছিলে আওয়ামীলীগ সরকার দলীয় পুলিশ বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা চালায়। এর দ্বায় আওয়ামী লীগ অবৈধ সরকারকে নিতে হবে। সময়ের পরিবর্তন হলে এর দাতভাঙ্গা জবাব দেওয়া হবে।

