স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শ্যামরকোনা বাজারে হামিদিয়া চা-বাগান রোডে লন্ডন প্রবাসীদের বাসায়, ১ মার্চ মঙ্গরবার রাত আনুমানিক ৩ ঘটিকায় ১ দল ডাকাত বাসার পিছনের দেয়াল টপকে বাসার ভেতরে ঢুকে। পরে পিছনের দরজা ভেঙ্গে রুমের ভিতরে প্রবেশ করে। ভেতরের অপর দরজা ভাঙ্গার জন্য যখন কাজ চালায় তখন বর্তমান বাসার দায়িত্বে থাকা মোছাঃ দিলারা রাজা আওয়াজ শুনে চিৎকার করলে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় আজ দিনে বাসার আশপাশ এলাকাধিন প্রতিবেশিরা এসে দেখতে ভীড় জমান ও আশপাশ প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে আছেন। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার পুলিশ ও মৌলভীবাজার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমদ এই প্রবাসীদের বাসাটি প্ররিদর্শন করে আসেন। নিউজটি লেখা পর্যন্ত কোনো মামলা হয় নি, তবে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা করার কার্যপ্রনালী চলছে বলে যানা যায়। এছাড়াও এই বাসার বাকি মালিকগণ লন্ডনে প্রবাস করছেন। বাসার বাকি মালিক হলেন অর্চনা বানু, খালেদা বানু, মোঃ একলিমুর রাজা, ডাঃ সিরিয়া বানু, রাজমিনা বানু, মোঃ তাইমুর রাজা, রুমি বানু।