প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২
ডায়াল সিলেট ডেস্ক :: মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১১দিন ব্যাপী মৌলভীবাজারে বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০২২ বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুর ২ টায় প্রেসক্লাবে সংবাদ সন্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। ‘জন্ম সুবর্ণে ইস্পাত প্রত্যয়ে জাগো পিতার রক্তবজ্র স্পন্দনে, মানবিক বন্ধনে’ পতিপাদ্য নিয়ে ৪টা মার্চ থেকে ১৪ ই মার্চ পর্যন্ত পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার পৌরসভার সহযোগিতায় ও দৃষ্টিপাত নাট্য সংসদের পৃষ্ঠপোষকতায় ১১ দিনব্যাপী আয়োজনে থাকবে প্রতিদিন বিকেল ৫ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৬.৪৫ মিনিট থেকে ঢাকা ও স্থানীয় নাট্য সংগঠনের পরিবেশনায় নাটক। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক আব্দুল মতিন, সদস্য সচিব ফয়সল আহমদ, সদস্য আ স ম সালেহ সোহেল, আনোয়ার হোসেন দুলাল, অজয় সেনসহ অনেকে।
৪ ঠা মার্চ উদ্ধোধন করবেন সন্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির র সভাপতি গোলাম কুদ্দুস।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech