ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজার সদর উপজেলার আইনপুরে খেলার মাঠে (গো চারণ ভূমি) আবাসন প্রকল্প স্থাপন করার অভিযোগ করেছেন আইনপুর গ্রামবাসী।
Thank you for reading this post, don't forget to subscribe!জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদনে এলাকাবাসী জানান অত্র গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবি। তাদের গবাদীপশু চারণের জন্য গ্রামের সম্মুখে একটি গো চরণ মাঠ রয়েছে, যাহা গরু ছাগলের বিচরণ ভূমি,মাঠটি অত্র এলাকার প্রাকৃতিক ভারসাম্যের পাশাপাশি শিশুরা বিকেলে খেলাধুলা করে। খেলার মাঠে পাশ্বে একটি ঈদগাহ এবং কবরস্থান ও রয়েছে। সেখানে জানাযার নামাজ পড়ানো হয়। এ ছাড়া মসজিদের বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিল হয়ে থাকে।
১৯৮৪ সালে কিছু সংখ্যাক ভূমিখেকো উক্ত জমি দখলের চেষ্টা করলে ১২/০৭/১৯৮৪ইং তারিখে অফিস স্মারক নং মুলে বিভাগীয় কমিশনার আলী হায়দার খান মৌলভীবাজার জেলা প্রশাসকে উক্ত ভূমি সংরক্ষণের নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে ভূমিটি গবাদীপশু চারণের জন্য বরাদ্ধ করা হয় ,যাহা অদ্যবদি পর্যন্ত জমিটুকু গবাদি পশুর খাবার এবং গো চারণ, খেলার মাঠসহ জনসার্থে ব্যবহার হয়ে আসছে।
আবেদন পত্রে আরও বলা হয় যে, বর্তমান সেটেলমেন্ট অনুসারে এই ভূমি গো চরণ এবং খেলার মাঠ হিসাবে রেকর্ডকৃত। উক্ত ভূমিতে আবাসন প্রকল্প স্থাপন করা হলে গবাধীপশুর খাবার এবং চারণের জন্য বিকল্প কোন জায়গা থাকবে না। অত্র গ্রামবাসীর গবাধী পশু খাবার সংকটে পরবে। তাছাড়া করবস্থান, ঈদগাহ্ এবং অতি নিকটেই শেরপুর ইকোনমি জোন ক্ষতিগ্রস্থ হবে। একদিকে যেমন গ্রামের বৃহত্তর জনগোষ্ঠী উপরোক্ত সুবিধা বঞ্চিত হবে অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য ও বিনষ্ট হবে।
বর্তমানে এলাকাবাসীর বাধা উপেক্ষা করে প্রশাসনের কিছু কর্মকর্তা তড়িগড়ি করে ঘর বানানোর পায়তারা করছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ ও ইউপি চেয়ারম্যানকে অবগত করেছেন এলাকাবাসী। কিন্তু তারা আস্বস্থ করলেও এ পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

