ডায়ালসিলেট ডেস্ক ::ছড়াকার,নাট্যকার, নাট্যশিল্পী, শিশু সংগঠক ও সুরমা খেলাঘর আসর সিলেটের সাবেক সভাপতি কনোজ চক্রবর্তী বুলবুল এর কাব্যগ্রন্থ কাব্যকথায় করোনাকাল বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল ৪ মার্চ শুক্রবার সন্ধ্যা ৬ টায় সিলেট নগরীর জিন্দাবারস্থ কবি নজরুল একাডেমি প্রাঙ্গণে। কবি ও সংগঠক ধ্রুব গৌতমের সভাপতিত্বে ও কবি কামাল আহমদের সঞ্চালনায় কাব্যগ্রন্থ কাব্যকথায় করোনাকাল বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সিলেট জেলার সভাপতি কবি এনায়েত হাসান মানিক,বিশেষ অতিথি ছিলেন,সুরমা খেলাঘর আসর সিলেট এর সাবেক সভাপতি ছড়াকার সন্তু চৌধুরী, প্রারম্ভিকা প্রকাশনার উপদেষ্টা ছড়াকার নিখিল রায় পূজন,জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট এর সভাপতি ছড়াকার অজিত রায় ভজন,সুরমা খেলাঘর আসর সিলেট এর সভাপতি ছড়াকার পরিতোষ বাবলু,ছড়াকার সুমন বণিক, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট এর জগলু চৌধুরী, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক মিজান মোহাম্মদ,কবি জালাল জয়, সাংবাদিক এমরান ফয়সল , নিরঞ্জন মালাকার, এন এইচ প্রান্তিক,সন্দীপ দেব,জামিল আহমদ, অভ্রভেদী সন্দীপ এমিলি প্রমুখ,
Thank you for reading this post, don't forget to subscribe!কনোজ চক্রবর্তী বুলবুল`র কাব্যগ্রন্থ কাব্যকথায় করোনাকাল বইয়ের মোড়ক উন্মোচন
Bysohel ahmed
মার্চ ৫, ২০২২
