মনজু চৌধুরী : মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ।
রবিবার ৬ মার্চ উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুজাহিদুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহীদুল হক মুন্সীসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ অফিসারবৃন্দ।
অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভা শেষে জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়।
পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে জানুয়ারী ২০২২ সালে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় মৌলভীবাজার কুলাউড়া থানা। এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন সদর মডেল থানার এসআই মোঃ মাহবুবুল আলম পুরষ্কৃত করা হয়। পুরষ্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
