স্পোর্টস ডেস্ক;:ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ দলকে ১৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এই শীর্ষ ওপেনার। এর মধ্যে ব্যাট হাতে ১ সেঞ্চুরি ৪ ফিফটি, ২৮.৬৬ গড়ে সংগ্রহ ৫১৬ রান। এই পরিসংখ্যান দেখে বলা যায় নেতৃত্বের চাপ নিয়েও মাঠে হাতে তার পারফরম্যান্স দারুণ। তবে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে টানা তিন ম্যাচেই ব্যর্থ। সব মিলিয়ে তিন ইনিংসে করেছেন ৩১ রান। বলার অপেক্ষা রাখে না প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। তার ওপর সিরিজের শেষ ম্যাচ হেরে আফগানদের বিপক্ষে সুপার লীগের ১০ পয়েন্ট খুইয়েছে দল। এবার তার সামনে চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকা। এক দিকে কঠিন কন্ডিশন অন্যদিকে নেতৃত্বের চাপ নিয়েই তাকে মাঠে নামতে হবে। তাই ফর্মে ফেরাও হবে টাইগার অধিনায়কের চ্যালেঞ্জ। তবে তামিম মনে করেন একটি সিরিজ খারাপ যেতেই পারে যে কারো। তিনি বলেন, ‘চাপ তৈরি হওয়ার চেয়ে আমার কাছে মুখ্য যেটি তা হলো আমি আমার পারফরম্যান্স থেকে অনেক অনুপ্রেরণা নিই। যখন আমি রান করি না তখন খারাপ লাগে। মানুষ তো আলোচনা করবেই, তা স্বাভাবিক। হ্যাঁ, ব্যক্তিগতভাবে মাঝেমধ্যে হতাশ হই। কিন্তু এত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, সঙ্গে এটাও শিখতে পেরেছি দুই-তিন সিরিজ আপনি ভালো খেলবেন না কিন্তু অনেক সময় আসবে যেখানে আপনি টানা তিনটি সিরিজ ভালো খেলবেন।’ দক্ষিণ আফ্রিকা সফরের আগে কোনো চাপই নিতে চান না তামিম। খারাপ করলেও ভালোভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ যে আছে তার জন্য উদাহরণ হিসেবে টানলেন বিশ্বের বাকি ক্রিকেটারদেরও। তিনি বলেন, ‘শুধু আমার ক্যারিয়ার না, বাংলাদেশ এবং বিশ্বের বাকি খেলোয়াড়, যাদের বড় ক্যারিয়ার রয়েছে সবার সঙ্গেই এমনটা হয়েছে। দুই-তিনটা সিরিজ ভালো না হতে পারে আবার দেখবেন একটানা এক বছর ভালো খেলেছে। এটাই ক্রিকেট এবং তা মেনে নিতে হবে। আমি সবসময় একটা জিনিস বলি- কেউ যদি চার-পাঁচ ইনিংসে রান না করে সে অফ-ফর্মে চলে যায় না আবার কেউ যদি ১০ ইনিংস পর এক ইনিংসে ভালো খেলে- সে ফর্মে এসে যায় না। আমি যেটা বলতে পারি, আমি আমার প্রক্রিয়া অনুসরণ করি এবং চেষ্টা করি। তাতে রান আসলে ভালো না আসলে এতো দুশ্চিন্তা করি না। কারণ, আমি জানি আজ বা কাল যখন আমার সময় আসবে তখন আমি বড় ইনিংসই খেলবো।’ সবশেষ আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে সিরিজ জিতলেও হোয়াটওয়াশের সুযোগ হাতছাড়া করে তামিম ইকবালের দল। আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় সিরিজের শেষ ম্যাচ। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে আইসিসি ওয়ানডে সুপার লীগের ৩০ পয়েন্ট তুলে নেয়াও কঠিন তা বলার অপেক্ষা রাখে না। তবে অধিনায়ক বিশ্বাস করেন তারা জয়ের সক্ষমতা রাখেন। তিনি বলেন, ‘দেখুন, ওয়ানডে ক্রিকেটে আমরা এমন একটা স্টেজে আছি যেখানে জেতা ছাড়া উচিত হবে না। অবশ্যই আমরা জেতার জন্যই যাবো। এটাও সত্যি আমাদের রেকর্ডও সেখানে ভালো না। বাট রেকর্ড জিনিসটাই এমন যেকোনো সময়ে পরিবর্তন হতে পারে। সেরা উদারহরণ হলো- নিউজিল্যান্ড টেস্ট। যেখানে আমরা কোনোদিনই তেমন ভালো করতে পারিনি। তবে আমরা এটা পরিবর্তন করতে পেরেছি। এটাই আশা করব যে রেকর্ডটা দক্ষিণ আফ্রিকায় আছে, তা যেন পরিবর্তন করতে পারি। আমরা সবাই জানি এটা খুবই চ্যালেঞ্জিং। ওদের কন্ডিশনে খুবই ভালো দল তারা। এমন না যে আমি কোনো সময় এটা বলে যাব, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই যেটা আমরা ১০ বছর আগে বলতাম। আমি অবশ্যই জিততে চাই। তা করার জন্য যা যা করার প্রয়োজন আমি তা করবো। তারপরও যদি কোনো পরিবর্তন না আসে তাহলে আমরা আরও কঠোর পরিশ্রম করবো।’ এছাড়াও কঠিন কন্ডিশনে জিততে পারি সেই বিশ্বাস তৈরি করা কতটা চ্যালেঞ্জিং এমন প্রশ্নের জবাবে তামিম নিউজিল্যান্ডে টেস্ট জয়কে সামনে নিয়ে আসেন। তিনি বলেন, ‘জিততে পারি আমরা কিন্তু এটা বিভিন্ন ফরম্যাটে প্রমাণ করছি। ধরুন নিউজিল্যান্ডের কথাই চিন্তা করেন সেখানে আমরা ৩০-৩২ ম্যাচে জিততে পারি নাই কিন্তু তা এবার পরিবর্তন করেছে দল। আমার বিশ্বাস এই দলটাও এটা পরিবর্তন করতে পারবে। আমি সবসময় বিশ্বাস করি যে- আপনি মেন্টালি যতটা ফ্রেশ থাকেন বা যাই হোক না কেনো, আপনার মধ্যে যদি বিশ্বাসটা থাকে তাহলে অনেককিছু সম্ভব। আমি আমার দল নিয়ে একটা ব্যাপার বলতে পারি যে সবার মধ্যে ভালো করতে পারার বিশ্বাসটা রয়েছে।’
Thank you for reading this post, don't forget to subscribe!ডায়ালসিলেট এম/

