পাকিস্তানে ওআইসির বৈঠকে যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী
আজ রোববার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি জানান, ওআইসির বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাখদুম কোরেশি। সম্প্রতি তুরস্ক থেকে দেশে ফেরার পর পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। এই পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শে পররাষ্ট্রমন্ত্রী বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের সফর বিনিময় এক রকম বন্ধ রয়েছে। দ্বিপক্ষীয় বৈঠক তো বটেই, এমনকি বহুপক্ষীয় কোনো বৈঠক পাকিস্তানে হলে তাতে অংশ নেওয়া থেকে বিরত থাকছেন বাংলাদেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে গত বছরের ডিসেম্বরে পাকিস্তান সরকার ওআইসির মন্ত্রী পর্যায়ের এক জরুরি বৈঠক ডেকেছিল। ওই বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের অংশগ্রহণের কথা থাকলেও একেবারে শেষ মুহূর্তে তিনি সফরটি বাতিল করেন। কারণ হিসেবে প্রতিমন্ত্রীর অসুস্থতার কথা বলা হয়েছিল। তাঁর পরিবর্তে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

