বন দিবস আজ
বহু বছর ধরে সুন্দরবন দুর্বল হয়ে পড়ার ঝুঁকির কথা বলা হচ্ছে। বৃহত্তর খুলনা (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) জেলার গেজেটিয়ার লেখার কাজ শুরু হয়েছিল ১৯৭০ সালে। ১৯৭৮ সালে ছাপা ওই গেজেটিয়ারে বলা হয়েছিল, নির্বিচার বনসম্পদ লুট ও প্রাণী হত্যা বন্ধ না হলে সুন্দরবন বিবর্ণ, বৃক্ষলতাহীন, প্রাণহীন হয়ে পড়বে। পাঁচ দশক পর পরিস্থিতি ততটা মারাত্মক না হলেও সুন্দরবনের প্রাণপ্রাচুর্য কমছে। গবেষকেরা বলছেন, সুন্দরবনের কিছু গাছ, প্রাণী ও পাখি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
২২ ফেব্রুয়ারি মোংলা সমুদ্রবন্দর থেকে লঞ্চে সুন্দরবনের শেষ প্রান্ত দুবলার চর যেতে এবং ২৪ ফেব্রুয়ারি দুবলার চর থেকে মোংলায় ফিরতে নদীপথে বড় বড় সমুদ্রগামী জাহাজ চোখে পড়ে। চোখে পড়ে ছোট-বড় নানা ধরনের মালবাহী নৌযান। ইঞ্জিনচালিত নৌকায় জেলেরা ফিরছেন মাছ ধরে, কেউ যাচ্ছেন মাছ ধরতে। বনের মধ্যে খালে ছোট নৌকায় করে মাছ ধরতে দেখা যায়। যাওয়া-আসার পথে দু-এক জায়গায় ডলফিন চোখে পড়ে। দুবলার চরে গিয়ে দেখা মেলে মাছরাঙা, বক, বানর, হরিণ আর বন্য শূকরের।

