মনজু চৌধুরী: মৌলভীবাজার লেডিস ক্লাবের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় “যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না মা। শীর্ষক বীর মুক্তিযোদ্ধা মায়েদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২২ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজনে জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমীন।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত লায়লা নীরাসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গন ও লেডিস ক্লাব মৌলভীবাজারের সদস্যগন সকলে উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলার ১২ জন মহিলা বীর মুক্তিযোদ্ধা মা-কে এ আয়োজনের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।
এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের পরে বিভিন্ন সাংস্কৃতিক দলের পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিখ্যাত বাউলশিল্পী রুবেল সরকার ও মিলন মালা সরকারের পরিবেশনায় পালা গান অনুষ্ঠিত হয়।

