শাবি প্রতিনিধি :: আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থী দেয়নি বিএনপি-জামায়াত পন্থী প্যানেল। বুধবার প্যানেলটির স্টিয়ারিং কমিটির সদস্য অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. আশরাফ উদ্দিন বলেন, আমরা মনোনয়ন সংগ্রহ করেছিলাম। আমাদের গ্রুপের কিছু সদস্যের শক্ত বিরোধীতার কারণে প্রার্থী দিতে পারিনি। তবে কি জন্য গ্রুপের সদস্যরা এবারের নির্বাচনে প্যানেল থেকে প্রার্থী দিতে চাচ্ছে না এই বিষয়ে তিনি পরিষ্কার করেননি। নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে সামনের নির্বাচনে ভোটের মাঠে এর প্রভাব পড়বে কি না জানতে চাইলে এই অধ্যাপক বলেন, আমি মনে করি, এর কোন প্রভাব আমাদের সামনের নির্বাচনে পড়বে না।
নির্বাচন কমিশনার ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. অনিমেষ সরকার বলেন, প্রতিদ্বন্ধী প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছি। নির্বাচনী তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আওয়ামীপন্থী দুটি প্যানেলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও বিএনপি ও জামায়াত পন্থী প্যানেল থেকে কোনো প্রার্থীই তা করেন নি। ফলে তাদের অনুপস্থিতিতেই এবারের এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে। ৩১ মার্চ কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। গণনা শেষে ওইদিনই ফল প্রকাশ করা হবে। এবারের মোট ভোটার সংখ্যা ৪৬২ জন। এবারে নির্বাচনে শিক্ষকদের দুটি প্যানেলে মোট ২২ জন প্রার্থী ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে সভাপতি পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, সহ-সভাপতি পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, কোষাধ্যক্ষ পদে জেনিটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিশির কান্তি প্রামানিক, যুগ্ম সম্পাদক পদে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তাফা কামাল মাসুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া একই প্যানেল থেকে ছয়টি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজহারুল আরাফাত, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক করিমা বেগম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল বাকী, জেনিটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সমিত হক।
আওয়ামী-বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে সভাপতি পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. জায়েদা শারমিন, কোষাধ্যক্ষ পদে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার, সাধারণ সম্পাদক পদে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম ও যুগ্ম সম্পাদক পদে আইআইসিটি সহকারী অধ্যাপক ড. আহসান হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া একই প্যানেল থেকে ছয়টি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ইংরেজি বিভাগের অধ্যাপক মো. সেকেন্দার আলী, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মো. মুন্না, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মির্জা নাজমুল হাসান, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, পাবলিক এডমিনিসস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তাফা কামাল, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকুল ইসলাম খান।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মুহসিন আজিজ খান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান, গণিত বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রশিদ, আইপিই বিভাগের অধ্যাপক ড. আহমেদ সায়েম ও গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *