স্পোর্টস ডেস্ক:;ঢাকা প্রিমিয়ার লীগের শেষ চার আসরেই চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। দেশের সফলতম ক্লাবটি লীগ শুরু করে নবাগত রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে হেরে। পরের ম্যাচেই অবশ্য সিটি ক্লাবকে হারিয়ে জয়ে ফেরে চ্যাম্পিয়নরা। ২ ম্যাচে এক জয়ে তাদের অবস্থান এখন পয়েন্ট তালিকার ৫ম স্থানে। তিন ম্যাচের ৩টিতেই জিতে শীর্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের সমান জয় নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। তিনে মোহামেডান ও চারে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দু’দলেরই সংগ্রহ সমান ৪ পয়েন্ট।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ আবাহনীর মুখোমুখি হবে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে থাকা মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির তিন নম্বর মাঠে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। এমন ম্যাচেই জয়ে ফিরতে মরিয়া দলের পেসার কামরুল ইসলাম রাব্বী। তিনি বলেন, ‘একটা সিজন যখন শুরু হয় তখন সবার আশা থাকে ভালোভাবে শুরু করার। কিন্তু আমরা প্রথম ম্যাচে সেটি পারিনি। বেশ কয়েকটি ভুল ও দুর্বলতা ছিল। ব্যাটিংটা আমাদের সেই ম্যাচে ভালো হয়নি আবার বোলারও সাপোর্ট দিতে পারেনি দলকে। তবে পরের ম্যাচেই আমরা প্রতিটি বিভাগে ভালো করেছি। ব্যাটিংয়ে ৩’শর বেশি রান হয়েছে। বোলারাও দারুণ বল করেছে। এখন আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী যে পরের ম্যাচগুলো আবাহনী দল হিসেবে যেভাবে খেলে সেখানেই ফিরে যাবে।’
অন্যদিকে আজ বিকেএসপি-৪ মাঠে শীর্ষে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে। এছাড়াও এদিন বিকেএসপি-৩ মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ২৯শে মার্চ মিরপুর শেরোবংলা স্টেডিয়ামে মুজিব শতবর্ষের সমাপনী অনুষ্ঠান। উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ভারতীয় সংগীত তারকা এ আর রহমান। যে কারণে ঢাকা লীগের ম্যাচগুলো ১৯শে মার্চের পর থেকে আর হোম অব ক্রিকেটে হচ্ছে না। মিরপুরে খেলা ফিরবে ৩রা এপ্রিল।
বিকেএসপির মাঠগুলোর মান নিয়ে প্রশ্ন থাকে। বিশেষ করে উইকেট নিয়ে। এ বিষয়ে রাব্বী বলেন, ‘বিকেএসপির উইকেট আন্তর্জাতিক মানের বলবো না। তবে আমাদের সব উইকেটে খেলার অভ্যাস থাকতে হবে। সবার জন্য সমান হবে এমন নয়। কিছু উইকেটে বোলাররা সুবিধা পাবে আবার কিছুতে ব্যাটসম্যানরা। এটি আমাদের মেনে নিতে হবে।’ আজ মাশরাফির বিপক্ষে খেলা নিয়ে দারুণ আপ্লুত রাব্বী। তিনি মনে করেন দেশের ইতিহাসে সেরা পেসার ও সাবেক অধিনায়কের কাছে অনেক কিছু শেখার আছে। তিনি বলেন, ‘অবশ্যই মাশরাফি ভাই ছাড়াও যারা সিনিয়র আছেন তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সেটি ম্যাচেও হতে পারে আবার বাইরেও হতে পারে। তবে আমরা যখন প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবো শুধু জয়ের জন্য খেলবো। সে ক্ষেত্রে যেই সামনে থাকুক না কেন!’
ডায়ালসিলেট এম/

