ডায়াল সিলেট ডেস্ক :: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দেশকে আরও এগিয়ে নিতে সাংবাদিকদের কাজ করতে হবে। আমাদের চোখে বৃদ্ধাঙ্গুলি দিয়ে সমাজের অসংঙ্গতি তুল ধরুন। যাতে আমরা সেসব বিষয়ে কাজ করতে পারি। রোববার বিকেলে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী।
এসমসয় তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। করোনাকালে সারাদেশের সাংবাদিকদের আর্থিক সহায়তা করেছেন। আরও সহায়তা করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, আমরা করোনার সংকটকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি। করোনা শনাক্ত ও মৃত্যুর হার নিয়ে এখন কোনো শঙ্কা নেই। আমরা করোনার কারণে সৃষ্ট সমস্যাগুলো রোববার একটি বৈঠকে চিহ্নিত করেছি। প্রধানমন্ত্রীর নেতেৃত্বে ও নির্দেশনা মোতাবেক এখন এগুলো সমাধানের কাজ শুরু করা হবে। করোনাকালীন সময়ে যে সংকট তৈরি হয়েছে তা দ্রুত কাটিয়ে ওঠতে বর্তমান সরকার আন্তরিকতা সাথে কাজ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল ও বাংলাদেশ সাংবাদিক ট্রাস্ট থেকে সিলেটের ৬২ জন সাংবাদিকদের এ সহায়তা প্রদান করা হয়। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র সাংবাদিক, জেলা প্রশাসনের উর্ধ¦তন কর্মকর্তা ও চেকগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা।
