প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২২
মনজু চৌধুরী: অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে মোবাইল ফোনের অপব্যবহার না করে শিক্ষার্থীদের পড়াশোনায় অধিক গুরুত্ব দিতে হবে। সময়ের কাজ সময়েই করতে হবে। কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। বর্তমান বিশ্বে পড়াশোনার কোন বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া তিনি গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের ভিত্তি প্রদানে শিগগিরই একটি কমিটি গঠন করে দেবেন বলে জানান। স্কুলের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পড়াশোনার মান বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ২৭মার্চ রবিবার সকাল ১১ঘটিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাধুরী মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর মেয়র ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য দেলোয়ার হোসেন বাচ্চু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, অভিভাবকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech