ডায়ালসিলেট ডেস্ক :দক্ষিণ সুরমার লালাবাজারে শিহাব উদ্দিন হত্যার সঙ্গে জড়িতদের সর্বো”চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলদক্ষিণ সুরমা চন্ডিপুল প্রদক্ষিণ করে।
পরে এক মানববন্ধন অনুষ্টিতহয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় নিহতের বাবা ইদ্রিস আলী ও বড় ভাই মোয়াজ উদ্দিন, শিহাব উদ্দিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান। হত্যার অন্যতম আসামী সুফিয়ান দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে এসে শাস্তির মুখোমুখি করার আহবান জানান বিক্ষুব্ধ জনতা।
উল্লেখ্য গত বছরের ২৭ ফেব্রুয়ারী সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে লালাবাজারে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শিহাব উদ্দিন নামে এক শিক্ষার্থী নিহত হয়
