ডায়ালসিলেট ডেস্ক::   মালয়েশিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন হচ্ছেন দেশের অষ্টম প্রধানমন্ত্রী।

আজ (শনিবার) সকালে মালয়েশিয়ার রাজা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিনকে বেছে নেন। পরে রাজকীয় দপ্তর থেকে মুহিউদ্দিনের নাম ঘোষণা করা হয়।

তিনি কাল রোববার শপথ গ্রহণ করবেন। ৭২ বছর বয়সী মুহিউদ্দিন প্রায় নয় বছর মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৭০ সালে ইউনিভার্সিটি অব মালায়া থেকে অর্থনীতি ও মালায় স্টাডিজে স্নাতক সম্পন্ন করেন মুহিউদ্দিন। তাঁর বাবা তাঁর নিজ শহরে একজন প্রভাবশালী ধর্মীয় শিক্ষক ছিলেন।

রাজনৈতিক অচলাবস্থার মধ্যে মালয়েশিয়া নতুন প্রধানমন্ত্রীর পেল। তবে প্রধানমন্ত্রীর পদ পেতে মুহিউদ্দিনকে উমনো এবং পিএসএ নামের দুই দলের সমর্থন পেতে হয়েছে। তবে উমনোর সঙ্গে তাঁর এই সখ্যর সমালোচনা করেছেন মাহাথির মুহাম্মদ।

মালয়েশিয়ার জাতীয়তাবাদী রাজনৈতিক দল পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়ার (বেরসাতু) সভাপতি মুহিউদ্দিন। ২০১৬ সালে এর প্রতিষ্ঠা করেন মাহাথির মুহাম্মদ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *