এক বছরে ইউরোপে নাগরিকত্ব পেয়েছে ৮৬৮৫ বাংলাদেশি

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২২

এক বছরে ইউরোপে নাগরিকত্ব পেয়েছে ৮৬৮৫ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক :: বিগত ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ এবং সুইজারল্যান্ড, নরওয়ে, লিচেনস্টাইন ও আইসল্যান্ডসহ ইউরোপের দেশগুলোতে ৮ হাজার ৬৮৫ জন বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছেন।
ইতালিতে সর্বোচ্চ ৫ হাজার ৬৬১ জন বাংলাদেশি ২০২০ সালে ইতালিয়ান নাগরিকত্ব লাভ করেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন ৭৬৬ জন এবং তৃতীয় অবস্থানে রয়েছে বর্তমান সময়ের অভিবাসীদের পছন্দের গন্তব্য পর্তুগাল; যেখানে ৬৭৮ জন বাংলাদেশি পর্তুগিজ নাগরিকত্ব লাভ করেছেন।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে- ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের বাংলাদেশিদের হিসাবটা এখানে যুক্ত না হওয়ার পরেও তা পূর্ববর্তী বছরের তুলনায় বেশি অর্থাৎ ২০১৯ সালে সর্বমোট ৮ হাজার ৫৫ জন বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছিলেন। এর মধ্যে যুক্তরাজ্যেই ছিল ৩ হাজার ৭৮০ জন। ২০২০ সালে ইউরোপে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিদের নাগরিকত্ব অনুমোদন হয়েছে।
ইউরোপের উক্ত দেশগুলোতে একই সময়ে সর্বমোট ৭ লাখ ২৯ হাজার বিদেশি নাগরিক নাগরিকত্ব লাভ করেছেন। সর্বোচ্চ সংখ্যক নাগরিকত্ব অনুমোদনকারী দেশ সুইডেন, অতঃপর পর্তুগাল ও নেদারল্যান্ড যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ