২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনার নতুন ধরন ‘এক্সই’ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক :: ডেলটা, ওমিক্রন, নিওকোভের পর এবার করোনার নতুন ধরন ‘এক্সই’ শনাক্ত হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত ১৯ জানুয়ারি ব্রিটেনে প্রথম এই ভাইরাসটি চিহ্নিত হয়। এখন পর্যন্ত ৬০০ জনের শরীরে ‘এক্সই’ শনাক্ত হয়েছে। সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও নতুন ধরনটির মারণ-ক্ষমতা কম বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনাভাইরাসের নতুন ধরনটি ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক।
উল্লেখ্য, বিশ্বে এখন পর্যন্ত ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতিটি সবচেয়ে বেশি সংক্রামক হিসেবে পরিচিতি পেয়েছে। আমেরিকায় সাম্প্রতিক সংক্রমণের অধিকাংশ ক্ষেত্রেই এই ভাইরাসটি দায়ী।
সম্প্রতি হংকংয়ে শিশুদের উপরে করা একটি পরীক্ষায় দেখা গিয়েছে, করোনাভাইরাসের অন্যান্য ধরনের তুলনায় ইনফ্লুয়েঞ্জা এবং প্যারাইনফ্লুয়েঞ্জার চেয়েও বেশি গুরুতর সংক্রমণ ছড়াতে সক্ষম বিএ.২ উপপ্রজাতিটি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });