মনজু চৌধুরী॥ মৌলভীবাজারের রাজনগরের নন্দিউরা এলাকায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি গাড়ির সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক ঘটনাস্থলেই নিহত ও আরও দুই জন আহত হয়েছেন।
রবিবার সকাল ১১ টায় রাজনগরের চৌধুরীবাজার এলাকার নন্দিউরা নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত প্রাইভেট কারের চালক কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুর রশিদ এর পুত্র জাকির হোসেন(৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেট কারটি সিলেট থেকে মৌলভীবাজারের দিকে এবং কুষি গবেষণা ইনস্টিটিউট জৈন্তা উপজেলার গাড়িটি মৌলভীবাজার থেকে সিলেট যাচ্ছিল।
এঘটনায় আহত হয়েছেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাবেক কর্মকর্তা ডা. কাইয়ুম উদ্দিন। তার বাড়ি কমলগঞ্জ উপজেলার আদমপুরে। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য জনের নাম জানা যায়নি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সহযোগীতায় লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *