মনজু চৌধুরী: মৌলভীবাজারে ইসলাম ধর্মালম্বী ও সনাতন ধর্মালম্বী উভয়ের মধ্যে অনিন্দ সুন্দর মিল রয়েছে। এটি সম্প্রীতির এক অনন্য বৈশিষ্ট্য। দু’বার শ্রীমঙ্গলে এসে উভয় ধর্মের মানুষের সাথে মিশে এমনটাই ধারণা পেয়েছি। শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল নির্মাই শিববাড়ীতে বাসন্তী পূজা উপলক্ষ্যে এক ধর্মীয় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল।
নির্মাই শিববাড়ী ও দয়াময়ী কালীবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নিখিল ভট্টাচার্য্য। এ সময় আরো বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় ও ডা: হরিপদ রায়।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনারকে শ্রীমঙ্গল নির্মাই শিববাড়ীতে বাসন্তী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দেয়া হয় সম্মাননা।
এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার ও তাঁর সহধর্মীনীর সম্মানে আয়োজন করা হয় বিশেষ নৃত্যনাট্য ও সংগীতানুষ্ঠানের। এর আগে হাই কমিশনার শ্রীমঙ্গল জগন্নাথ জিউর আখড়ায় পরিদর্শন করেন এবং শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদ, হিন্দু বোদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

