ডায়াল সিলেট ডেস্ক: প্রতারণাই যেন তার নেশা-পেশা। রোজিনার বিভিন্ন ব্যবসার ফাঁদে পড়ে শত মানুষ এখন সর্বশান্ত। সরল প্রকৃতির মানুষকে টার্গেট করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। স্থানয়ী বহু পরিবার তার খপ্পওে পড়ে এখন পথে বসার উপক্রম। অভিযোগ রয়েছে, প্রতারণাকে শিল্পের রূপ দিতে রোজিনার রয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।

প্রতিবাদ করলে মিথ্যা নারী নির্যাতন, চুরির মামলা ও নানা ভয়ভীতি প্রদর্শণ ও ক্ষেত্রবিশেষ দেনদরবার করে ঝামেলা মিটিয়ে ফেলতে এই সিন্ডিকেট সক্রিয় ভূমিকা পালন করে বলে জানা গেছে। প্রতারণার ক্ষমতা বাড়াতে ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচন করে হেরে যান। স্থানীয়রা জানান, কেবল প্রতারণা করেই রোজিনা যাত্রার নর্তকী থেকে রাতারাতি লাখ লাখ টাকার মালিক বনে গেছে। রোজিনা আক্তার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউপির পশ্চিম লয়ারকুল গ্রামের আব্দুল হান্নান মিয়ার স্ত্রী বলে জানা গেছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রোজিনার বিরুদ্ধে নানা অভিযোগ করেন ভুক্তভুগীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুনবীর ইউনিয়নের সাতগাঁও বাজারের বেকারী ব্যবসায়ী মো. আব্দুল্লাহ অভিযোগ করেন, কম দামে ২০ হাজার ইট বিক্রির কথা বলে গত ১৮ মার্চ তার কাছ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নেয়। কিন্তু ইট না দিয়ে তালবাহানা করার এক পর্যায়ে উল্টো ১৫ হাজার টাকা দাবী করেন। এসময় সাতগাঁও বাজারের ৭-৮জন ভুক্তভুগী সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন। যারা বিভিন্ন পর্যায়ে রোজিনার প্রতারনার শিকার হয়ে পথে বসার উপক্রম হয়েছে। এদিকে শুক্রবার সরেজমিন উপজেলার পশ্চিম লয়ারকুল গ্রামে গেলে স্থানীয়রা রোজিনার বিরুদ্ধে ভয়ে কোন কথা বলতে রাজি হয়নি। দেখা হয় জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি শামিম মিয়ার সাথে। প্রতিবেশী রোজিনার প্রসঙ্গ তুলতেই তিনি কোন মন্তব্য করতে রাজী হয়নি। গ্রামের অন্য কেউই এ নিয়ে প্রকাশ্য কথা বলতে রাজী হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা অভিযোগ করেন, আলিশারকুল গ্রামের সাজিদ মিয়ার স্ত্রীর কাছে সোনার গহনা জমা রেখে ১৫ হাজার টাকা নিলে পরে দেখা যায় এগুলো নকল । পরে অভিযোগ করলে উল্টো ১৫ হাজার টাকাসহ আসল সোনা দাবী করে বসে রোজিনা। এতে হতভম্ব হয়ে পড়েন পরিবারটি। একইভাবে মেয়ের বিয়ের আসবাবপত্র নিয়ে দেড় লাখ টাকা মেরে দেয়ার ঘটনা এলাকায় বিচার শালিস হয়। প্রায় ৮ বছর পূর্বে রোজিনার বিরুদ্ধে লোছনা বাজারের দোকান ব্যাবসায়ী রাজ নারায়নের ১০ কেয়ার জায়গা প্রতারণা করে অন্যের কাছ থেকে ১০ লাখ টাকা বায়না নেয়ার অভিযোগ রয়েছে। সাতগাঁও বাজারের ব্যবসায়ি কামাল হোসেন অভিযোগ করেন, তার ভাইকে সরকারী চাকরী দেয়ার কথা বলে ২০ হাজার টাকা নিলেও চাকরী ও টাকা কোনটাই ফেরত দেয়নি। উল্টো নারী নির্যাতনের মামলায় ফাসিয়ে দেয়ার হুমকি দেয়। এ পর্যন্ত মিরপুর এলাকায় ২ টি ব্রীক ফিল্ডের সাথে প্রতারনা করে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে মিরপুরস্থ নিউ রিয়াদ ব্রীকস এর মালিকের একটি প্রতারণা মামলায় গত ২৩ মার্চ গ্রেফতার হয় রোজিনা। স্থানীয়রা জানান, রোজিনার প্রতারণা থেকে রক্ষা করতে রয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। গ্রামের ও শহরের কিছু প্রভাবশালীদের নিয়ে এই সিন্ডিকেট তাকে আশ্রয় প্রশয় দেয়। ফলে রোজিনার যাত্রার নর্তকী থেকে আজকের এই উত্থানে কোন বেগ পেতে হয়নি।

এদিকে আব্দুল্লাহ মিয়া গত ২৫ মার্চ মৌলভীবাজার আদালতে রোজিনার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করে। এতে ক্ষুদ্ধ হয়ে রোজিনা নিজেকে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে হুমকি দেয় বলে আব্দুল্লাহ জানান। আব্দুল্লা জানান, জামিনে ছাড়া পাওয়ার পর ইট দেয়ার দাবী করলে রোজিনা তার বিরুদ্ধে গত ৩ এপ্রিল শ্রীমঙ্গল থানায় নারী নির্যাতনের একটি হয়রানী মূলক দরখাস্ত করে। এনিয়ে স্থানীয় ওয়ার্ড সদস্য নিয়াজ ইকবাল মাসুদ মিয়াকে রোজিনার বিষয়ে জানতে চাইলে বলেন, কেবল আব্দুল্লা না রোজিনার বিরুদ্ধে হাজারো আব্দুল্লার অভিযোগ তার কাছে আছে, কোনটা দেখবো। রোজিনার নিকট আত্মীয় স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রোজিনা আমার দূর সম্পর্কের আত্মীয়। তার সম্পর্কে মানুষ নানা কথা বলে। এখন তাকে পরিচয় দিতে লজ্জা করে’।সংবাদ সম্মেলন থেকে এ বিষয়ে মুঠো ফোনে রোজিনার বক্তব্য জানতে চাইলে রোজিনা তার পরিচয় আড়াল করে বলেন আমি তার বোন সেলিনা। পরে তিনি বলেন, ‘সাংবাদিকরা টাকা খেয়ে সংবাদ সম্মেলন করছেন এর কোন ভিত্তি নেই। রোজিনা দম্ভ করে বলেন, উল্টা পাল্টা নিউজ করলে প্রেসক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে’ বলে হুমকি দেন। আব্দুল্লার কাছে সে কখনও ইট বিক্রি করেনি। টাকা নিয়ে থাকলে প্রমান হাজির করতে বলেন তিনি

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *