স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের বেরির পাড় এলাকায় এম আর টাওয়ার এর প্রথম তলায় যাত্রা শুরু করেছে দেশের বিখ্যাত ব্যান্ড ইনফিনিটি শপিং মল।

রবিবার ১০ এপ্রিল সন্ধ্যায় দোয়া ও শিরণী বিতরণের মাধ্যমে শপিং মলের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এম আর গ্রুপের চেয়ারম্যান, এমআর টাওয়ারের সত্বাধিকারি বিশিষ্ট শিল্পপতি, সাবেক ব্রিটিশ কাউন্সিলর ও শিক্ষানুরাগী আলহাজ্ব এম এ রহিম সিআইপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক এম আর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৈয়দ সলমান আলী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ দীন, ইনফিনিটির ম্যানেজার (সেলস এন্ড অপারেশন) মোঃ রিয়াজুল ইসলাম, ইনফিনিটির  নির্বাহী (মার্কেটিং এন্ড ব্রান্ডিং) মোঃ আরিফুর রহমান খাঁনসহ অন্যান্য কর্মকর্তারা।বৃহত পরিসরে নারী-পুরষ, ছোট-বড় সব বয়সের মানুষের জন্য কাপড়, জুতা, প্রসাধনী, খেলনা ও অন্যান্য সমাগ্রীর বিশাল আয়োজন নিয়ে।ইনিফিটির কর্মকর্তারা জানান ভালোমানের পোশাকসহ অন্যান্য প্রয়োজনীয় সৌখিন মানসম্পন্ন সামগ্রী ন্যায্য মূল্যে ক্রেতাদের হাতে তোলে দিতে তাদের এই আয়োজন। তারা বলেন সেবা ও ব্যবসা এমন মহৎ উদ্দেশ্যেই দেশের অন্যান্য শাখার মতোই আমাদের এই শাখারও যাত্রা শুরু। তারা সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *