Thank you for reading this post, don't forget to subscribe!

ডায়ালসিলেট ::  আজ বাংলা ১৪২৯ পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে নতুন করে যুক্ত হলো নতুন আরেকটি বছর। ১৪২৮ সনকে বিদায় জানিয়ে আগমন ঘটলো ১৪২৯ বাংলা সন।

 

তবে এবারের বর্ষবরণ অনুষ্ঠান সীমিত কিংবা ঘরোয়া পরিবেশে হলেও নানান আয়োজনের মধ্য দিয়ে বাঙালি বরণ করবে নতুন বছরকে।

 

পরপর দুই বছর করোনা মহামারির কারণে বর্ষবরণ অনুষ্ঠানটি ব্যাপক আকারে শতস্ফূর্তভাবে পালন করতে না পারলেও এবারের আয়োজনটা অনেকটা পুরোনো বছরের সব দুঃখ-গ্লানি মূছে ফেলে নতুন আঙ্গিকে এ দিনটাকে সকলে ভাগাভাগি করে নেবে।

 

পহেলা বৈশাখ বাঙালির জাতীয় জীবনে পরম আনন্দের দিন। আনন্দঘন এ দিনে তিনি দেশে ও দেশের বাইরে বসবাসরত সব বাঙ্গালীরা বাংলা নববর্ষকে পালন করবে।

 

এদিনে চির নতুনের বার্তা নিয়ে আমাদের জীবনে বেজে উঠে বৈশাখের আগমনী গান। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে মহানন্দে।

 

 নতুন বছরের  সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েউঠুক সকলের জীবন। যেখানে বৈষম্য থাকবে না, মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না ধর্মে-ধর্মে কোনো বিভেদ।

 

নতুন বছরকে স্বাগত জানাতে রামনা বটমূলের ছায়ানটের শিল্পীদের পাশাপাশি অন্যান্য শিল্পীরাও আয়োজনে উপস্থিত হয়ে গান পরিবেশন করেন। প্রতি বছর ১২৫ জন শিল্পী আয়োজনে অংশগ্রহণ করলেও স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এবার ১০০ জন শিল্পী অংশগ্রহণ করবেন।

 

রমনায় এবারের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় ভোর ৬টা ১৫ মিনিটে। শেষ হয় ৮টা ৩০ মিনিটে। আয়োজনে এবার গেটের সংখ্যা আটটি। তার মধ্যে প্রবেশপথ তিনটি যথাক্রমে অরুণোদয়, রমনা রেস্তোরাঁ ও অস্তাচল। বের হওয়ার পথ দুটি যথাক্রমে বৈশাখী ও উত্তরায়ন। একইসঙ্গে প্রবেশ এবং বের হওয়ার পথ তিনটি যথাক্রমে শ্যামলিমা, স্টার গেট এবং নতুন গেট।

 

এ ছাড়া আগত দর্শনার্থীদের জন্য রয়েছে জরুরি চিকিৎসাসেবা। নারী, সিনিয়র সিটিজেন ও শিশুদের জন্য বিশ্রামাগার। রয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ড সেবা। তবে রমজান মাস হওয়ায় এবার থাকছে না।

 

পহেলা বৈশাখের এ উৎসব আমেজে মুখরিত থাকবে বাংলার চারদিক। গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে বাঙালি মিলিত হবে তার সর্বজনীন এই অসাম্প্রদায়িক উৎসবে। দেশের পথে-ঘাটে, মাঠে-মেলায়, অনুষ্ঠানে থাকবে কোটি মানুষের প্রাণচাঞ্চল্য।

 

তবে সিলেটেও এবার নানান আয়োজনে সাজবে বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ।স্কুল কলেজ সহ বিশ্ববিদ্যালয় গুলোতে অনুষ্টানের আয়োজন করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *