মনজু চৌধুরী: আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। আজ সূর্যের নতুন আলোর সঙ্গে, এসেছে নতুন বছর ১৪২৯। সূচনা হলো নতুন আরেকটি বাংলার সনের-শুভ নববর্ষ। এসো হে বৈশাখ এসো এসো…মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা। এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহবান জানায় বাঙালি। অতীতের ভূলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভূলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ বা বাংলা নতুন বর্ষ। এ উপলক্ষ্যে আজ ১৪ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। এ সময় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান,পৌরসভা মেয়র ফজলুর রহমান,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,মো: জামাল উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,অভিভাবক,প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।করোনার কারনে গত দুই বছর বন্ধ থাকার পর এবার মঙ্গল শোভাযাত্রা সশরীরে অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে প্রতিকী উপস্থাপনের নানান বিষয় স্থান পেয়েছে।তাছাড়া শোভাযাত্রায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।পরে ১১ টা ৩০ মিনিটে নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবনে বর্ষবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় এবং মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে বর্ষবরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো: নাছের রিকাবদার,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান,পৌরসভা মেয়র ফজলুর রহমান,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,মো: জামাল উদ্দিন,জেলা শিল্পকলা একাডেমিরসাধারন সম্পাদক এমদাদুল হক মিন্টু প্রমূখ।পরে বাংলা নববর্ষ উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন অতিথিরা।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *