মনজু চৌধুরী॥ ভারতের মেঘালয় অঞ্চলে অতিবৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ী ঢলের কারণে বাংলাদেশের সিলেট অঞ্চলে আকস্মিক বন্যার আশংকা থাকায় জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল শনিবার সভা সার্কিট হাউজের মুন হলে এ আয়োজনে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার পিএএ । এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান,স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমানসহ জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
এ সভার পূর্বে দিনব্যাপী সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এর নেতৃত্বে সংশ্লিষ্ট সকলে মৌলভীবাজার জেলার হাওর অঞ্চলে ও নদী সংলগ্ন প্রতিরক্ষামূলক স্থাপনাসমূহ পরিদর্শন করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *