মনজু চৌধুরী :: মুজিববর্ষ উপলক্ষে আগামী ২৬ এপ্রিল আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৌলভীবাজারে ৪৯৫টি নির্মিতব্য গৃহ উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে।

 

২১ এপ্রিল বৃহস্পতিবার  দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এক প্রেস ব্রিফিং করে বিষয়টি অবহিত করেন।

 

কার্যক্রমের আওতায় আগামী ২৬ এপ্রিল দেশব্যাপী প্রায় ৩২,৯০৪ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। মৌলভীবাজার জেলায় তৃতীয় পর্যায়ে নির্মিতব্য ৭৭৯টি গৃহের মধ্যে ৪৯৫টি গৃহ আগামী ২৬ এপ্রিল উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে। গৃহ প্রতি ২ লক্ষ ৫৯ হাজার ৫ শত টাকা করে মোট ৭৭৯ টি পরিবারের জন্য বরাদ্দ ২০ কোটি ২১ লক্ষ ৫০ হাজার ৫ শত টাকা।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *