প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২
মনজু চৌধুরী॥ “গতিসীমা মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হচ্ছে “সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২২”।
জেলা মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে মৌলভীবাজার জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে ২৬ এপ্রিল থেকে ০১ মে ২০২২ পর্যন্ত পালিত হবে সড়ক নিরাপত্তা সপ্তাহ -২০২২।
এসময় ট্রাফিক আইন ও ট্রাফিক সিগনাল সম্পর্কে সাধারণ মানুষ ও চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মনসুর নগর ট্রাফিক চেকপোস্টে জেলার উর্ধ্বতন পুলিশ অফিসারগণের সমন্বয়ে বিশেষ কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়। এসময় চালক ও যাত্রীদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নিজে উপস্থিত থেকে সড়ক নিরাপত্তা বিষয়ে চালক ও যাত্রীদের সাথে কথা বলেন। এবং ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরাকে নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ হাসান নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ জিয়াউর রহমান, রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, টিআই প্রশাসন জনাব মোহাম্মদ মাহফুজ আলম ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech