মনজু চৌধুরী॥ মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) পৌর ঈদগাহে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজ শেষে সর্বশেষ প্রস্তুুত রাখা হয়েছে। ঈদগাহে আগামীকাল ৩ মে পবিত্র ঈদুল ফেতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার বিকেলে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজ চলা কালে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা ও গন্যমাণ্য ব্যার্ক্তিবর্গরা।
সম্প্রসারিত অংশের দৃষ্টি নন্দন নির্মাণ শৈল্পিক কারুকার্য শেষে বর্ণিল আয়োজনে প্রস্তুত দেশের অন্যতম ঈদগাহ। ইসলামী স্থাপত্যশৈলী অনুকরণে দৃষ্টি নন্দন কারুকার্যে বর্ধিত অংশের নির্মাণ ও সংস্কার কাজ শেষ হওয়ায় আর্কষণীয় হয়ে উঠেছে। ঈদকে সামনে রেখে আলোক সজ্জা করা হয়েছে। ঈদগাহের কাজ শেষ হওয়ায় বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভীর জমাচ্ছেন। প্রায় ১৫৮ শত জায়গার উপর নির্মিত দৃষ্টিনন্দন ঈদগাহ ময়দান। প্রায় ১৫-২০ হাজার মুসল্লিরা একসাথে ঈদের জামাত আদায় করতে পারবেন।
ঈদুল ফেতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৬ টায় প্রথম জামাত, সাড়ে ৭ টায় দ্বিতীয় জামাত ও সাড়ে ৮ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।
সকলের অবগতির জন্য পৌর মেয়র মোঃ ফজলুর রহমান জানান, পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহের পবিত্রতা রক্ষার্থে ২ মে সোমবার হইতে ঈদগাহের সকল গেইট বন্ধ রাখা হয়েছে। শুধু জামাতের আগে সকালে সকল গেইট খুলে দেয়া হবে। ঈদের দিন জামাত শেষে পরবর্তী ৪ দিন সর্বসাধারণের জন্য গেইট খোলা থাকবে।

