ডায়ালসিলেট ডেস্ক :: রাশিয়ার বেপরোয়া হামলায় ইউক্রেনের মারিউপোলে জ্বলছে আজোভস্টাল স্টিল কারখানা। সেখান থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নিতেই রাশিয়া মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে। চারিদিকে দাউ দাউ করে জ্বলছে স্থাপনা। রাশিয়া জানিয়ে দিয়েছে ইউক্রেনের সেনারা মারিউপোলে বিস্তৃত ওই স্টিল কারখানায় তীব্র হামলা চালাচ্ছে।
মারিউপোল থেকে কমপক্ষে ১০০ বেসামরিক লোকজনকে উদ্ধার করে একটি গাড়িবহর পৌঁছে জাপোরিঝিয়ায়। পূর্বাঞ্চলে ডোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৯ জন বেসামরিক মানুষ।
এদিকে ইউক্রেন থেকে আল জাজিরার সংবাদদাতা হুদা আবদেল হামিদ বলেছেন, মারিউপোল থেকে উদ্ধার করা লোকজনকে নিয়ে ৫টি বাস পৌঁছেছে জাপোরিঝিয়া শহরে
উদ্ধারকৃতদের মধ্যে আছেন প্রবীণ, নারী ও শিশু। আজোভস্টাল স্টিল কারখানা থেকে শুধু এসব মানুষকে উদ্ধারের অনুমোদন দেয়া হয়েছে।
ওই স্টিল কারখানা থেকে এসব মানুষকে সরিয়ে নেয়ার পরপরই রাশিয়া সেখানে তীব্র হামলা চালাচ্ছে। কারখানার ভিতরে অবস্থানরত ইউক্রেনের একটি রেজিমেন্টের ডেপুটি কমান্ডার সভিয়েতোস্লাভ পালামার বলেছেন, রাশিয়ান সেনারা কারখানায় মারাত্মকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।