স্পোর্টস ডেস্ক :: এই বছরের সেপ্টেম্বরে চীনের হাংঝুতে শুরু হওয়ার কথা ছিল এশিয়ান গেমসের আসর। কিন্তু অনির্দিষ্টকালের জন্য এশিয়ান গেমসের এবারের আসরকে স্থগিত করে দিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।
ঠিক কী কারণে স্থগিত করা হলো গেমস, তার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি এশিয়ান গেমসের ওয়েবসাইটে। এক বিবৃতিতে শুধু বলা হয়েছে, ‘এশিয়ান অলিম্পিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে ১০ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের যে আসরটি শুরু হওয়ার কথা ছিল তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। গেমসের পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।’
কারণ উল্লেখ করা না হলেও এশিয়ান গেমস স্থগিত হয়ে যাওয়ার কারণ যে কোভিড-১৯ ভাইরাস, সেটা অবশ্য বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। গেমসের অন্যতম বড় অংশ গ্রহণকারী দেশ ভারতে আবারও প্রকোপ বেড়েছে মহামারির। আজ শুক্রবার নতুন করে ৩ হাজার ৫৪৫ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩১ জন।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাই আগেভাগেই গেমসের আসর স্থগিত করেছে চীন। হাংঝু চীনের সবচেয়ে বৃহৎ শহর সাংহাইয়ের কাছাকাছি। করোনার সংক্রমণ নিয়ে তাই ঝুঁকি বাড়তে না দিয়ে গেমস স্থগিতের সিদ্ধান্ত দেশটির। অথচ গত মাসে গেমসের সব প্রস্তুতি শেষ করেছে চীন। গেমসের জন্য নির্মাণ করা হয়েছিল ৫৬টি নতুন ভেন্যু।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *