মনজু চৌধুরী: এক সময় মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় প্রায়শ্চই সিঁদ কেটে ঘরে প্রবেশ করে চুরেরা মালামাল চুরি করতো। অনেকদিন সিঁদ কেটে চুরির কোন খবর না পেলেও এবার সিঁদ কেটে চুরির হয়েছে এক গৃহবধুর শিশুপুত্র। বুধবার ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে জেলার কুলাউড়া উপজেলার রাতগাউ ইউনিয়নের কৌলা গ্রামে। চুরি হওয়া শিশুর নাম হাবিবুর রহমান মাহিন। তার বয়স ৩ বছর ৪ মাস।
মাহিনের নানা (মায়ের চাচা) কাদির মিয়া জানান, তার ভাতিজি লিজা বেগমকে বিয়ে দেন একই উপজেলার টিলাগাও গ্রামের প্রবাসী মর্তুজ আলীর সাথে। বিয়ের পর তাদের এক সন্তান জন্ম হয়। বর্তমানে লিজা ছেলেকে নিয়ে কৌলা গ্রামে তার বাবার ঘরে বসবাস করছিল। বুধবার ভোরে সিঁদ কেটে তাদের ঘরে প্রবেশ করে ঘুমন্তবস্থায় তার নাতি শিশু মাহিনকে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চুর চক্র। কিছুক্ষন পর লিজা বিছানায় তার ছেলেকে না পেয়ে উঠে দেখে দরজা খোলা এবং ঘরের এক পাশে সিঁদ কাটা। লিজার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে তার পুত্র ও চোর চক্রকে খোঁজাখুজি করে না পেয়ে বিষয়টি কুলাউড়া থানা প্রশাসনকে জানান। ভোর রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়।
লিজা বেগম জানান, তার পাশ থেকে যখন তার ছেলেকে নিয়ে যায় তিনি তখন তন্ডাচ্ছন্ন ছিলেন। যখন নিয়ে ঘর থেকে বের হয়ে যায় তখনই তার ঘুম ভাঙ্গে। সাথে সাথে তিনি চিৎকার দেন। লোকজন দ্রুত ঘর থেকে বের হয়ে চোর ধরতে যান। কিন্তু ততক্ষনে চোর তার ছেলেকে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, চুরি হওয়া শিশুর পিতা মধ্যপ্রাচ্যে থাকেন। শিশুর মা তাকে নিয়ে বাবার বাড়ি ছিলেন। খবর পাওয়ার পর পরই তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় রাত থেকেই শিশুটিকে উদ্ধার করতে তাদের পুরো টিম কাজ করছে। ইতিমধ্যে এ বিষয়ে তারা বেশ তথ্য সংগ্রহ করতে পেরেছেন। তিনি আশা প্রকাশ করেন প্রাপ্ত তথ্যমতে তারা দ্রুতই শিশুটিকে উদ্ধার করতে পারবেন।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


