১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ন্যাটোর সদস্যপদের আনুষ্ঠানিকভাবে আবেদনের সিদ্ধান্ত সুইডেন সরকারের

 

 

ডায়ালসিলেট ডেস্ক ::  ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সুইডেন সরকার । এক্ষেত্রে তারা প্রতিবেশী ফিনল্যান্ডের পথ অনুসরণ করবে।

 

এর ফলে ইউরোপের উত্তরাঞ্চলের ভূ-রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন আসবে। এ দেশটির প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন পার্লামেন্টে নিরাপত্তা পলিসি নিয়ে বিতর্কের পর বলেন, ন্যাটোতে যোগ দেয়ার পক্ষে সুইডেনের পার্লামেন্টে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা আছে।

 

সুইডেন এবং সুইডিশ জনগণের জন্য উত্তম পন্থা হবে ন্যাটোতে যোগ দেয়া। এ খবরটি দিয়েছে অনলাইন আল জাজিরা।