মনজু চৌধুরী: ১৭ মে মঙ্গলবার মৌলভীবাজার সদর মডেল থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ৯ নং আমতৈল ইউনিয়নের সনকাপন গ্রামের জনৈক মোঃ জসিম উদ্দিনের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া ১। মোঃ জসিম উদ্দিন(৪২), পিতা-মোঃ আরশ আলী, ২। মোছাঃ জেসমিন বেগম(৩৫), স্বামী-মোঃ জসিম উদ্দিন, উভয় সাং-সনকাপন, ০৯ নং আমতৈল ইউপি, থানা ও জেলা-মৌলভীবাজারদ্বয়কে মাদক ও নগদ টাকা সহ গ্রেফতার করা হয়। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াছিনুল হক জানান আসামী দের কাছ থেকে ০১(এক) কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ-২৪,১৪০/- (চব্বিশ হাজার একশত চল্লিশ) টাকা সহ আটক করে সদর থানায় নিয়ে আসে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। আসামী গন দীর্ঘ দিন যাবৎ সদর থানার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে এমন খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া আসামী দেরকে মাদক ও মাদক বিক্রির নগদ টাকা সহ গ্রেফতার করে তাহাদের কাছ থেকে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়,এবং তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হইয়াছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াছিনুল হক জানানমৌলভীবাজার সদর মডেল থানা একটি শান্তি প্রিয় এলাকা, আমি দায়িত্বে থাকাবস্থায় সদর মডেল থানা এলাকায় চোর ডাকাত মাদক সন্ত্রাস শান্তি বিনষ্ট কারী ও নৈরাজ্য সৃষ্টি কারিদের বিরুদ্ধে আমার সদর থানা পুলিশের অভিযান অব্যাহত চলমান আছে ও থাকবে।
Thank you for reading this post, don't forget to subscribe!
