স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার কৃষি সম্পসারণ অধিদপ্তর আয়োজিত ২০২১-২২ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচালার টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপ-২) এর আওতায় সিআইজি কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!২২ মে রবিবার মৌলভীবাজার সদর উপজেলা মিলয়নাতনে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কাজী লুৎফুল বারী, সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার সুব্রত কুমার দত্তসহ কৃষি বিভাগের সংশ্লিষ্টরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

