মনজু চৌধুরী॥ ২০২২-২০২৩ অর্থবছরের ২ নং মনুমুখ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা এবং এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২ মে মনুমুখ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মৌলভীবাজারের ২ নং মনুমুখ ইউনিয়ন পরিষদের আয়োজনে শুরুতে বাজেট ঘোষণা এবং পরবর্তীতে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মনুমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদর  উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরীনা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কর্মচারীবৃন্দ, ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণ, জনপ্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানের ২য় পর্যায়ে এ বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং এতে জনগণ স্থানীয় জনপ্রতিনিধিরা বাজেট বিষয়ে আলোচনা করেন
এসময় প্রধান অতিথি উনার বক্তব্যে ঘোষিত বাজেট সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং জনগণকে ইউনিয়ন পরিষদের সকল কর্মকান্ডে এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও জনগণকে কর প্রধান করতে উৎসাহিত করেন।। উক্ত অনুষ্ঠানের প্রথম পর্যায়ে বাজেট ঘোষণা করা হয়। ঘোষিত বাজেট ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ধরা হয়েছে ১ কোটি ৫০ লক্ষ ১ হাজার ৬ শত ৭৬ টাকা। এতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩১ লক্ষ ৭৯ হাজার ৩ শত ৭৪ টাকা এবং উদ্বৃত্ত তহবিল ১৮ লক্ষ ২২ হাজার ৩ শত ২ টাকা। ।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *