ডায়ালসিলেট ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল মশাল মিছিল করেছে।

 

 

আজ মঙ্গলবার মিছিলটি রাতে ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে মিছিলটি সমাপ্ত হয়।

 

 

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মোমেন মিয়া, সানোয়ার হোসেন মিঠু, সাইফুল ইসলাম, সিনিয়র কর্মী এস এম কিবরিয়া, রাকিবুল ইসলাম পলাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শামসুল আরেফিন, সাইফ সবুজ, জাহিদুর রহমান জামাল, সজীব সাজু, জাহিদুল ইসলাম, সাজাদ হোসেন পলাশ, ওলিউর রহমান মোজ্জামেল হক ডেনি, তারিকুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

 

 

এ সময় সভাপতি প্রার্থী আরেফিন বলেন, কোনোভাবেই ছাত্রসমাজ এবং দেশের মানুষ এমন বর্বর আচরণ সহ্য করবে না। এ রকম মধ্যযুগীয় আচরণ ছাত্রলীগকে ছাড়তে হবে। সংগ্রামী সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাইফ মাহমুদ জুয়েল কথা দিয়েছিলেন ছাত্রদল নেতাকর্মীর হামলা হলে পাশে থাকবেন, প্রতিরোধ গড়ে তুলবেন। তারা কথা রেখেছেন।

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলও কর্মী হিসেবে পাশে থাকার অঙ্গীকার করে এবং পাশে থাকবে। ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করার কোনো অধিকার ছাত্রলীগের নেই। আমরা এমন ঔদ্ধত্য আচরণ সহ্য করব না। আমরা সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে মাঠে থাকব। রক্ত দিয়ে হলেও অধিকার প্রতিষ্ঠা করব।

 

 

উল্লেখ্য, মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার অভিমুখে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে তারা।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *