Thank you for reading this post, don't forget to subscribe!

 

ডায়ালসিলেট ডেস্ক :: কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্থায়ী জামিন পেয়েছেন।

 

 

সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই মামলায় জামিন প্রশ্নে জারি করা রুল মঞ্জুর করে এ রায় দেন।

 

 

উল্লেখ্য,গত ২০১৫ সালের ৩রা ফেব্রুয়ারি ভোরে বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধ চলাকালে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশকোচে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আইকন পরিবহনের ওই বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে আগুনে পুড়ে ঘটনাস্থলে সাতজন নিহত হন।

 

 

পরে হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) নূরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বেগম খালেদা জিয়া সহ অর্ধশতাধিক বিএনপি নেতাকমীদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন।

 

 

এ ব্যাপারে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের জানান, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হয়। তখন এই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া তার জামিনের অপব্যবহার করেননি। এ মামলায় তার জামিনের রুল মঞ্জুর হয়েছে।

 

আদালত সন্তুষ্ট হয়ে তাকে স্থায়ী জামিন দিয়েছেন। ন্যায় বিচার পেলে সব মামলায় তিনি খালাস পেতেন।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *