প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২২
ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে দেখা দিয়েছে মাঙ্কিপক্স নামে এক ভাইরাসের প্রাদুর্ভাব। এই ভাইরাস ঠেকাতে এবার পরীক্ষামূলক টিকা আনার ঘোষণা দিয়েছে মডার্না।
এরইমধ্যে মাঙ্কিপক্স প্রতিরোধে সম্ভাব্য টিকার পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৪ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত ১৩১ জনের দেহে মাঙ্কিপক্সের দেখা মিলেছে। এ ছাড়া আরো ১০৬ জন আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
চলতি মাসের ৭ মে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত করা হয়।
যদিও মাঙ্কিপক্স টিকার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি মডার্না প্রতিষ্ঠান।
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে, মাঙ্কিপক্স প্রতিরোধে ব্যাভারিয়ান নর্ডিক এ/এস দিয়ে তৈরি জাইনিওসের টিকা পরীক্ষা চালানো হচ্ছে। ভালো ফল পেলে এটিই সামনে ব্যবহৃত হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech