মনজু চৌধুরী॥ ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শান্তিপূর্ণ মিছিল এর উপর অবৈধ সরকারের মদদপুষ্ট ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বরোচিত সশস্ত্র হামলার প্রতিবাদে আকিদুর রহমান সোহান ও ইমামুল হক রিপন নেতৃত্ব মৌলভীবাজার জেলা ছাত্রদলের তাৎক্ষণিক মশাল মিছিলটি শহরের কুসুমবাগের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে এবং সমাবেশ করে কুসুমবাগ পয়েন্ট এ শেষ হয়। ২৪ মে এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি,মামুন পারভেজ,আবিদুর রহমান,মোয়াইমিনুর রহমান দিপু,যুগ্ম সম্পাদক,মুহিবুর রহমান সাজিব,সহ-সাধারন সম্পাদক হোসাইন আহমদ,সহ-সাংগঠনিক,জাফর,শাওন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক,জাবেদ আলী নাঈম,জাফরান আহমদ,পৌর ছাত্রদলের সদস্য সচিব,সুলতান আহমেদ টিপু, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক,মাকনুনুর রহমান,অলিদ,রাব্বি আহমদ, সৈয়দ তপু আলী,ইমাদ হোসেন অর্নব,হুমাউন,জুবায়ের,জুবেদ,মুনিম,নাঈম আহমদ,মাহি,রাফি,আনোয়ার,সামাদ,প্রমুখ।
Thank you for reading this post, don't forget to subscribe!
