মনজু চৌধুরী॥ সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) -২০২২ অনুষ্ঠিত হয়েছে। এরই আলোকে মৌলভীবাজারেও জেলা পর্যায়ে জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা’র সহযোগিতায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা উভয়ের ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ধোধন ঘোষিত হয়। বুধবার ২৫ মে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট দুটির উদ্ধোধন ঘোষণা করেন মৌলভীবাজার- রাজনগর ৩ আসনের সাংসদ নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল রাজিব মাহমুদ মিঠুন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রমূখ। উদ্ধোধনী দিনে প্রথমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা বিভাগের দুটি দল শ্রীমঙ্গল উপজেলা নারী দল বনাম বড়লেখা উপজেলা নারী দল মুখোমুখি হয়। এবং পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ বিভাগে মুখোমুখি হয় শ্রীমঙ্গল উপজেলা বালক দল বনাম বড়লেখা উপজেলা বালক দল।

