ডায়াল সিলেট ডেস্ক :: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে জকিগঞ্জে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দিনভর উপজেলার সুলতানপুর, সদর, কাজলসার ইউনিয়ন ও সড়কের বাজার এলাকায় ত্রাণ বিতরণ করেন জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মুজিবুর রহমান ডালিম।
ত্রাণ বিতরণকালে ডালিম বলেন, সিলেট অঞ্চলের বন্যাদুর্গত মানুষের দুঃখ লাঘবে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। কয়েকটি টিম একযোগে বিভিন্ন এলাকায় এ ত্রাণ বিতরণ করছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ সম্রাট, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার সদস্য সাহেদ আহমদ, আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন, সুলতানপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওলিউর রহমান, সিলেট জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি বেলাল আহমদ, সাইদুর রহমান জীবন প্রমুখ।
এর আগে বিরোধীদলীয় নেতার পক্ষে সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৩ নম্বর ওয়ার্ড, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন মুজিবুর রহমান ডালিম।

