ডায়াল সিলেট ডেস্ক :: ঢাকা টেস্টের চতুর্থ দিনের পুরোটাই দাপট দেখাল শ্রীলঙ্কা। প্রথম দুই সেশনে ব্যাটারদের দাপট, শেষ সেশনে চমক দেখালেন বোলাররা। বিশেষ করে লঙ্কানদের দুই পেসার কাসুন রাজিথা ও অসিথা ফার্নান্দো। দুজনে মিলে ৩ উইকেট নিয়ে শেষ বিকেলে ধসিয়ে দিয়েছেন বাংলাদেশকে।
Thank you for reading this post, don't forget to subscribe!আগামীকাল শুক্রবার টেস্টের শেষ দিনেও বড় চিন্তার কারণ লঙ্কান পেসাররা। বাংলাদেশি তারকা সাকিব আল হাসানকেও ভাবাচ্ছে বিষয়টি। শেষ দিনে হার ঠেকাতে শ্রীলঙ্কান পেসারদের হুমকি সামালানোই বড় চ্যালেঞ্জ মনে করেন সাকিব।
আজ বৃহস্পতিবার ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ রান। দিন শেষে উইকেটে ছিলেন লিটন দাস (১)। তাঁর সঙ্গে ১৪ রানে অপরাজিত মুশফিকুর রহিম।
চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘লাঞ্চের আগে একটির বেশি উইকেট পড়লে আমরা বাজে অবস্থায় থাকব। সুতরাং লাঞ্চের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যখন দুইটা ব্যাটার এই উইকেটে সেট হয়ে যাবে তখন কিন্তু তাদের আউট করা কঠিন।’
এরপর সাকিব বলেন, ‘আসল হুমকিটা হচ্ছে ওদের পেস বোলার। তাদের পেস বোলাররা ৫-৬ ওভারের স্পেল করতে পারে। এই গরমে কতক্ষণ ওরা বোলিং করতে পারবে সেটা দেখার বিষয়। লাঞ্চের ভেতরে দুজন হয়তো সর্বোচ্চ ২০ ওভার বোলিং করতে পারবে। ওই হুমকিটা যদি আমরা সামাল দিতে পারি তাহলে অনেক সহজ হয়ে যাবে। বল পুরাতন হয়ে যাবে, বোলাররা ক্লান্ত থাকবে, ব্যাটাররা সেট। বাকিটা দেখা যাক।’
১০৭ রানে পিছিয়ে থেকে আগামীকাল শুক্রবার টেস্টের পঞ্চম ও শেষ দিন শুরু করবে বাংলাদেশ। কাল শেষ দিনে যে কোনো কিছুই হতে পারে শেরেবাংলা স্টেডিয়ামে। তবে অন্তত ড্রয়ের স্বাদ পেতে হলে বাংলাদেশকে লম্বা সময় উইকেটে থাকতে হবে। নয়তো হার জুটতে পারে মুমিনুলদের। কারণ ১০৭ রান টপকে যদি শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য বাংলাদেশ দিতে না পারে তাহলে অনায়সেই ফল নিজেদের পক্ষে নিতে পারবে শ্রীলঙ্কা। শেষ দিনে বাংলাদেশ কতক্ষণ উইকেটে টিকে থাকতে পারে সেটাই দেখার অপেক্ষা

