মনজু চৌধুরী॥ মৌলভীবাজারের কমলগঞ্জ ৪নং শমশেরনগর ইউনিয়নের পশ্চিম শিংরাউলী ইয়ং স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত সাফল্যের ৫ম আয়োজন পশ্চিম শিংরাউলী প্রিমিয়ার লীগ ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হযেছে। ২৭ এপ্রিল শুত্রুবার ফাইনাল খেলায় ১ম পুরষ্কার নগদ ৮০০০ টাকা, চ্যাম্পিয়ন ট্রপি, ম্যান অব দ্যা ফাইনাল পুরষ্কার, ম্যান অব দ্যা টুর্ণামেনট,সেরা বোলার,সেরা ব্যাটস ম্যান পুরষ্কার দিয়ে সহযোগিতা করেছেন হাজ্বী শাহ্ আলম (লন্ডন প্রবাসি)।
সভাপতি বি পি মিডিয়া ও ইসলামিক নলেজ ও উপদেষ্টা একতা সংঘ ইলেকট্রিশিয়ান শমসেরনগর কমলগঞ্জ এবংপ্রধান উপদেষ্টা রুহি ফাউন্ডেশন বাংলাদেশ এবং প্রতিষ্টাতা সভাপতি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ইউকে।
এই লীগের প্রত্যেক খেলায় ম্যান অব দ্যা ম্যাচ দিয়ে সহযোগিতা করেছেন হাজ্বী শাহ আলম (লন্ডন প্রবসি)।