আশরাফ আলী চৌধুরী (ছামিন) ও তার পরিবারের উপর দুবৃত্তরা হামলা চালিয়েছে। গতকাল শনিবার রাত পনে ১২টায় ৩নং অলনকারী ইউনিয়ন এর রামপুর বাজারে কয়েকজন সন্ত্রাসী এসে তাদের বাসায় এ হামলা চালায়।

পরে ছামিন চৌধুরী জরুরী তথ্যসেবা ৯৯৯ এ কল করলে তৎক্ষনাৎ পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এসময় ছামিন জানান,তার ব্যবহৃত কার এবং বাসার দরজা-জানালার গ্লাস ভাংচুর করে সন্ত্রসীরা। এতে পরিবারের ৫জন আহত হয়েছেন। আহতরা হলেন ছাত্রলীগ নেতা আশরাফ আলী ছামিন, তার মামা কয়েছ আহমেদ বাবা (প্রবাসী) আরশ আলী চৌধুরী, মা আয়শা পারভীন, ভাই দেওলয়ার হোসেন চৌধুরী।

সন্ত্রাসীরা তাদের ঘরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র-মালামাল ভাংচুর করে এবং তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন নগদ আনুমানিক ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পড়ে পুলিশের সহযোগিতায় তারা এলাকা ছেড়ে অন্য জায়গায় আত্নীয়ের বাসায় অবস্থান করেছেন। ।

এবিষয়ে বিশ্বনাথ থানায় মামলার প্রস্তুতি চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *