৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাসে আক্রান্ত সিলেটের বরইকান্দির রুমেল আহমদ

ডায়ালসিলেট ডেস্ক :: বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করা করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। প্রাণঘাতী এই ভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী।

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনে বসবাসরত সিলেটের বরইকান্দি  পলিটেকনিক্যাল  ১ নং রোডের রুমেল আহমদ নামে এক যুবক। আত্নীয় সূত্রে জানা যায়, তিনি স্পেনের মাদ্রিদের একটি হাসপাতালে আশঙ্কাজনক হওয়ায়  কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানা গেছে।

তাই প্রবাসে অবস্থানরত বন্ধুবান্ধব তাদের সোশ্যাল মিডিয়ার এর মাধ্যমে রুমেল আহমদের  সুস্থতা কামনায় সকলেই নিকট দোয়া চেয়েছেন।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });